বরগুনার আমতলীতে আম গাছের সাথে গলায় ফাঁস দিয়ে ইউসুফ পাহলান (৭২) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
স্থানীয়রা জানায়, আজ সোমবার (১৪ মার্চ) গভীর রাতে উপজেলার হলদিয়া ইউনিয়নের কাঠালিয়া গ্রামের পাহলান বাড়ির ইউসুফ পাহলান বাড়ির আমগাছে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সকালে ইউসুফ পাহলানকে আম গাছের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলতে দেখেন স্থাণীয়রা ও পরিবারের সদস্যরা। এসময় স্থাণীয়রা থানা পুলিশে খবর দিলে গাজীপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসেন। বৃদ্ধ ইউসুফ পাহলান ওই গ্রামের মৃত্যু সোনা পাহলানের ছেলে।
এ ঘটনায় আমতলী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান মুঠোফোনে বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন