ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের করনগুয়া গ্রামের মোঃআঃ মান্নানের পুত্র মোঃহারুনুর রশিদ(৩০)কে আদালতে ২ বছরের স্বশ্রম কারাদন্ড এবং২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ড হবার তিন মাস পর রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে তারাকান্দা থানা পুলিশ।
তারাকান্দা থানা পুলিশের এসআই সাইদুর রহমান জানান,পলাতক হারুনুর রশিদ তারাকান্দা থানা সিআর মামলা নং-৯৬/২০১৯ এর আসামী।যার কারণে আদালতে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের(৩)ধারায় ২ বছরের এবং ২০ হাজার টাকা জরিমানার সাজা প্রাপ্ত হয়ে ঢাকায় আত্নগোপন করে।
গোপন সংবাদের ভিত্তীতে ২০ মার্চ দুপুরে রাজধানী ঢাকার টঙ্গী তুরাগ থানাধীন আনন্দবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করি।
ঘটনার সত্বতা স্বীকার করে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের বলেন,সাজাপ্রাপ্ত আসামী হারুনুর রশিদকে ঢাকা থেকে গ্রেফতার করে সোমবার আদালতের শরনাপন্ন করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন