শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পুঠিয়ার বেলপকুরে বাবার উপর অভিমান করে ছেলে আত্মহত্যা

পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২২, ১২:২৭ পিএম

পুঠিয়ার বেলপুকুরে বাবার উপর অভিমান করে বাপ্পি (২০) নামের এক যুবক আতœহত্যা করেছে। নিহত বাপ্পি উপজেলার বেলপুকুর থানার চকজামিরা গ্রামের বাবুলের ছেলে। গতকাল আনুমানিক গভির রাতের যে কোন সময় এ আতœহত্যার ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করে, বেলপুকুর থানা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, নিহত বাপ্পি বেলপুকুর বাজারে একটি গ্যারেজে কাজ করতো। বুধবার (৩০ মার্চ) তার বাবা ঐ দোকানে কাজ না করে জামিরা বাজারে একটি দোকান নিয়ে ব্যবসা করা জন্য জানায়। এ বিষয় নিয়ে বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রাত্রি ১০টার দিকে বাড়ি থেকে বের হয় বাপ্পি। রাতে সে বাড়ি ফিরে না আসায়। সকালে পরিবারের লোকজন খোঁজ খবর শুরু করে। এসময় এলাকাবাসী বেলপুকুর বাজার সংলগ্ন মন্টুর আমবাগানে বাপ্পির ঝুলন্ত লাশ দেখে বেলপুকুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বেলপুকুর থানা পুলিশ বাপ্পি লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠায়। এছাড়াও থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে বেলপুকুর থানা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন