চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় নিখোঁজের চার দিন পর নিজের পরিত্যক্ত একটি বাড়ি থেকে সাজ্জাদুল আলম চপল (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত সাজ্জাদুল আলম চপল ওই গ্রামের মাঠাপাড়ার মৃত বীর মুক্তিযোদ্ধা শাহেদ আলী গাজীর ছেলে।
পুলিশ জানায়, চপল নেশাগ্রস্থ ছিল। তিনি পরিবারের সঙ্গে শ্বশুর বাড়ি মেহেরপুরে বসবাস করতেন। আলমডাঙ্গায় তাদের বাড়িতে কেউ থাকত না। ওই পরিত্যক্ত বাড়ি থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়েছে। গত চার দিন আগে নিখোঁজ হন চপল।
শুক্রবার (১ এপ্রিল) স্থানীয়রা নিজ ঘরের সামনে ঝুলন্ত অবস্থায় চপলের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায়। পরে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, নিখোঁজের চার দিন পর নিজের পরিত্যক্ত বাড়ি থেকে চপলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি নেশাগ্রস্ত ছিলেন। ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছেন। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আমরা সব দিক বিবেচনা করে তদন্ত করছি। ঊর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন