ইউরোপের দেশ বুলগেরিয়ার কাছে আটটি এফ-১৬ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার বাইডেন প্রশাসনের তরফে এই অনুমোদন দেওয়া হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, আনুমানিক ১ দশমিক ৬৭৩ বিলিয়ন ডলার মূল্যের একটি চুক্তির আওতায় বুলগেরিয়ার কাছে আটটি এফ-১৬ যুদ্ধবিমান এবং এ সংক্রান্ত সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি (ডিএসসিএ)-এর এক বিবৃতিতে বলা হয়েছে, চুক্তিতে চারটি এফ-১৬ সি বøক ৭০ এয়ারক্রাফট এবং চারটি এফ-১৬ ডি বøক ৭০ এয়ারক্রাফট, সেই সঙ্গে ইঞ্জিন, প্রশিক্ষণ ক্ষেপণাস্ত্র, আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও হেলমেটসহ প্রচুর যন্ত্রপাতির উল্লেখ রয়েছে। ডিএসসিএ বলছে, বুলগেরিয়াকে এসব সামগ্রী সরবরাহ করা হলে সেটি দেশটির বিমানবাহিনীকে কৃষ্ণ সাগর অঞ্চলে নিয়মিতভাবে আধুনিক যুদ্ধবিমান মোতায়েনের জন্য সক্ষম করে তুলবে। এটি বর্তমান ও ভবিষ্যতের হুমকি মোকাবিলায় বুলগেরিয়ার সক্ষমতা উন্নত করবে।’ আনাদোলু।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন