একসাথে ৭০ রুশ কূটনীতিককে বরখাস্ত করলো বুলগেরিয়া। মঙ্গলবার (২৮ জুন) এ সিদ্ধান্ত জানান দেশটির প্রধানমন্ত্রী কিরিল পেতকোভ। খবর রয়টার্সের।
জানানো হয়েছে, বুলগেরিয়ার গোয়েন্দারা দেশের স্বার্থের জন্য সেসব কূটনীতিকদের ক্ষতিকর বলে মনে করছেন। স্মরণকালের ইতিহাসে একসাথে এতো বেশি কূটনীতিক বহিষ্কারের নজির নেই বলকান দেশটির।
এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, গুপ্তচরবৃত্তির অপরাধে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে তাদের। নির্দেশ দেয়া হয়েছে, ৩ জুলাইয়ের মধ্যে দেশ ত্যাগের। রুশ রাষ্ট্রদূতকে তলব করে এ সিদ্ধান্ত জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ইস্যুতে রাশিয়ার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনও। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে বেশ কয়েকটি ইউরোপীয় দেশ রুশ কূটনীতিকদের বহিষ্কার করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন