নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক সেবনে বাঁধা দেয়ায় তৌহিদ হোসেন (১৩) নামে সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রকে গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এঘটনায় আহতের মামা সাংবাদিক শফিকুল ইসলাম বৃহস্পতিবার রাতেই সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
বৃহস্পতিবার রাতে তারাবিহ নামাজ পড়ে বাসায় ফিরার পথে উপজেলার মোগরাপাড়া বাজার এলাকার মো. নিলু মিয়ার বাড়ির ভাড়াটিয়া কিশোর গ্যাংয়ের সদস্য আব্দুল মান্নানের ছেলে মো. শান্ত (১৫) ও অপর ভাড়াটিয়া মহানন্দের ছেলে প্রীতম দাশ(১৪)সহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জন মিলে তৌহিদ হোসেনের উপর অতর্কিত হামলা চালিয়ে তার গলায় ছুড়িকাঘাত করে হত্যা চেষ্টা চালায়। এসময় তার আর্তচিৎকারে অন্যান্য মুসল্লিরা এগিয়ে আসলে কিশোর গ্যাংয়ের সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
আহত স্কুল ছাত্র তৌহিদের মামা সাংবাদিক হাজী মোঃ শফিকুল ইসলাম সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করলেও শুক্রবার দুপুর পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে যায়নি।
এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি বলেন, বৃহস্পতিবার রাতেই বিষয়টি তদন্তের জন্য এসআই মোঃ ফারুককে দায়িত্ব দেয়া হয়েছে।
তবে অভিযোগটির তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ ফারুক বলেন, বিষয়টি গুরুত্বপূর্ণ মনে হয়নি, তাই যাইনি। সময় পেলে একসময় গিয়ে খোঁজ-খবর নেব।
স্থানীয়রা জানান, এলাকায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের অত্যাচার দিন দিন বাড়ছে। এলাকার এক ক্ষমতাসীন নেতা কিশোর গ্যাং তৈরি করে মাদক ব্যবসা চালাচ্ছে। তৌহিদের ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। ভয়ে তৌহিদ ও তার পরিবার এলাকা ছেড়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি। তবে দ্রুত এদেরকে গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন