নারায়ণঞ্জের সোনারগাঁয়ে স্টিল মিলে গলিত লোহার অংশ ছিটকে পড়ে দগ্ধ ১২ জনের মধ্যে মাসুম ও নয়ন নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহত দুজনেরই শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল খান জানান, সোনারগাঁয়ে স্টিল মিলে লোহা গলানোর সময় ১২ জন দগ্ধ হন। এদের মধ্যে শুক্রবার রাতে চিকিৎসাধীন থেকে মাসুম ও নয়নের মৃত্যু হয়। তাদের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অন্যরা সেখানে চিকিৎসাধীন।
এর আগে শুক্রবার দুপুরে সোনারগাঁও উপজেলায় রড উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠান মোন্তাহা স্টিল মিলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে সেখানে থাকা চুল্লিতে গিয়ে আঘাত হানে। এ সময় সেখানে কর্মরত শ্রমিকদের ওপর গলিত লোহার অংশ ও আগুনের লেলিহান শিখা ছিটকে পড়ে ১২ জন শ্রমিক অগ্নিদগ্ধ হন।
দগ্ধরা হলেন- শাকিল (২৫), রানা (২২), রূপক (২০), আরিফ (২২) সজিব (২৫), গোপাল মণ্ডল (২৬) সালাউদ্দিন (২৫), কবির (৩৫), জাফর (২৫) ও মানিক (২৬)।।
মন্তব্য করুন