কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামের মলাহাটির মৃত মধু মিয়ার ছেলে সিংপুর ইউনিয়ন বিএনপির ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মইজ উদ্দিন, ২০২১ সালে ১৮ নভেম্বর ধনু নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। দুইদিন পর ধনু নদীতে ভাসমান অবস্থায় ঘোড়াদিগা এলাকা থেকে পুলিশ তার ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করে । মইজ উদ্দিনের লাশের মাথায় ডান হাত ও উরোতে দায়ের কুপের চিহ্ন ছিল । এ হত্যাকান্ডে নিকলী থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয় । নিকলী থানা পুলিশ তদন্ত করে এ খুনের রহস্য উৎঘাটন করতে না ,পারায় । ২০২১ সালের ২৯ ডিসেম্বর মইজ উদ্দিনের ছেলে ফয়সাল মামলাটি পিবি,আইয়ের কাছে হস্তান্তর করে । পিবি,আই দীর্ঘ দিন দন্ততের পর, গতকাল শুক্রবার ভোর রাতে পিবি, আই তদন্ত অফিসার এস ,আই, আক্তারুজ্জামান একদল ফোর্স নিয়ে শান্তিপুর গ্রামের মৃত কালু মিয়ার ছেলে আলমগীর হোসেন (৪০) ও একই গ্রামের মৃত রঙ্গু মিয়ার ছেলে আলমগীর হোসেনকে (৪১ ) কে গ্রেপ্তার করেছে পিবি,আই , পুলিশ । এ বিষয়ে এস,আই আক্তারুজ্জামানের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি এ সংবাদদাতাকে বলেন , দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিন দিনের রিমান্ডে আনা হয়েছে ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন