রাজশাহীতে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ রনি হোসেন (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার রাতে রাজশাহী মহানগরীর কাটাখালী থানার চককাপাশিয়া পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ রনিকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে কাটাখালী থানায় একটি মামলাও করা হয়েছে। পুলিশ বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। আসামি রনির বাড়ি নগরীর চন্দ্রিমা থানার বাচ্চুর মোড় এলাকায়। #
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন