শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

পরকীয়া সন্দেহে বন্ধুকে গলাকেটে হত্যা : আটক ২

স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২২, ১২:০৪ এএম

স্ত্রীর সাথে পরকীয়া সন্দেহ ও ১০ হাজার টাকার জন্য বন্ধু সালাউদ্দিনের হাতে খুন হন ফরিদ উদ্দিন ভূঁইয়া। গত শনিবার তার নিজ বসতঘর থেকে গলাকাটা লাশ উদ্ধার করা হয়। পরে হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি সালাউদ্দিন ভূঁইয়া (৩৯) ও তার সহযোগী আবদুর রহমান (২২)-কে গ্রেফতার করে পুলিশ। তাদেরকে গতকাল সোমবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
এদিকে সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মো. মিলন মাহমুদ। তিনি বলেন, হত্যাকাণ্ডের সহযোগী আব্দুর রহমানকে গাজীপুর থেকে আটক করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তিতে প্রধান আসামি সালাউদ্দিনকে গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, ফরিদ ও সালাউদ্দিন দু’জন বন্ধু ছিল। সালাউদ্দিন মাঝে মাঝেই তার দ্বিতীয় স্ত্রীর সাথে চিটাগাং-এ থাকতো। এই সময় তার প্রথম স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক আছে বলে সে সন্দেহ করে। তাছাড়া ঘটনার দিন রাতে ফরিদ উদ্দিনের মানিব্যাগে সে ১০ হাজার টাকা দেখতে পায়। এই টাকার লোভে ও সন্দেহের বশবর্তী হয়ে সালাউদ্দিন তার সহযোগীকে নিয়ে হত্যাকাণ্ডের পরিকল্পনা করে এবং পরবর্তীতে ঘরের বটি দা দিয়ে উপর্যুপরি আঘাত করে ফরিদ উদ্দিনকে হত্যা করে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ফরিদগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ, ডিআইও-১ মনিরুল ইসলাম, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ হোসেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন