ঝিনাইদহের মহেশপুর উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের একটি লিচু বাগানের মধ্য থেকে মহেশপুর ৫৮ বিজির সদস্যরা অভিযান চালিয়ে এক কোটি সাড়ে ১৬ লাখ টাকা মুল্যের ৯টি সোনার বার উদ্ধার করেছে।
এ ঘটনার সঙ্গে বিজিবি কাউকে আটক করতে পারেনি। গোপন সুত্রে খবর পেয়ে বিজিবি সদস্যরা পিপুলবাড়িয়া গ্রামের লিচু বাগানের মধ্যে পরিত্যক্ত অবস্থায় সোনার বারগুলো পায়।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এক ই-মেইল বার্তায় জানান, বুধবার দুপুরের দিকে সীমান্তের শূন্য লাইন থেকে ১’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিপুলবাড়ীয়া গ্রামের লিচু বাগানের মধ্যে মালিকবিহীন অবস্থায় ১ কেজি ৬৭৯.৬১৬ গ্রাম ওজনের ০৯ টি (৭টি ছোট এবং ০২টি বড়) সোনার বার উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ কোটি ১৬ লাখ ৬৬ হাজার ১’শ ৯ টাকা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন