রাজধানীর মতিঝিল এলাকার একটি হোটেল থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের নাম মো. ইব্রাহীম (১৯)।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে মতিঝিলের কমলাপুর বাজার রোড এলাকার শাহপরান আবাসিক হোটেল থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য মরদেহটি পাঠানো হয়।
মতিঝিল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আলী জানান, তারা খবর পেয়ে কমলাপুর বাজার রোড এলাকার শাহ্ পরান হোটেলের ২১৭ নম্বর কক্ষের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি জানান, প্রাথমিকভাবে তারা স্বজনদের কাছে জানতে পেরেছেন সে হতাশাগ্রস্ত ছিল। ওই হোটেলে উঠে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। হোটেল থেকে তাকে খবর দিলে তারা এসে দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করেন।
কি কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এ বিষয়টি তারা জানার চেষ্টা করছেন।ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহতের মামা ইউসুফ জানান, তার ভাগিনা ডাচ বাংলা ব্যাংকের একটি বুথের সিকিউরিটি গার্ডের কাজ করতো। তার ভাগিনা কয়েকদিন আগে গ্রামের বাড়িতে গিয়েছিল। সে হতাশাগ্রস্ত ছিল গ্রামের বাড়ি থেকে এসে সে হোটেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এ বিষয়টি তারা কিছু বলতে পারব না।
তিনি আও জানান, নিহতের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ থানার কেশর পাড়া গ্রামের মৃত তাজুল ইসলামের সন্তান। নিহত তিন ভাই সে ছিল সবার মধ্যে ছোট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন