টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ মে) সকালে উপজেলার দশকিয়া ইউনিয়নের হাতিয়া এলাকায় নদীপাড়ে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো- ওই এলাকার রবিউলের ছেলে আরিফ (১১) এবং একই এলাকার জুলহাসের ছেলে ফয়সাল (১২)। তাৎক্ষণিকভারে মৃত আরেকজনের নাম-পরিচয় জানা যায়নি।
দশকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক ভুইয়া জানান, বজ্রপাতে তিনজনের মারা যাওয়ার খবর পেয়েছি। তারা ঈদের নামাজ পড়ার আগে নদীতে গোসল করতে গিয়েছিল বলে শুনেছি। সেখানে বজ্রপাতে এ ঘটনা ঘটে।
এদিকে ঈদের দিনে এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন