চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আম কুড়াতে গিয়ে বজ্রাঘাতে দুই জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) সকালে উপজেলার চককীর্তি ইউনিয়নের আখিরা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন– চককীর্তি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আখিরা গ্রামের জয়নাল আলীর ছেলে খাইরুল ইসলাম (৫০) এবং একই গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী মেরিনা বেগম (৪০)।
শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জুবায়ের আহমেদ বলেন, ‘সকালে বজ্রসহ বৃষ্টি হচ্ছিল। সে সময় খাইরুল ও মেরিনা নিজ নিজ বাড়ির পাশের আমবাগানে আম কুড়াতে যান। এ সময় বজ্রপাত হলে তারা মারা যান।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন