নাটোরের বাগাতিপাড়ার বাঁশবাড়িয়া ডিগ্রি কলেজের এক শিক্ষকের বজ্রপাতে মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে। মৃত আতাউর রহমান’র বাড়ি সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের পাইকপাড়া এলাকায়।
জানা গেছে, আতাউর রহমান ওই কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। শুক্রবার দুপুরে তাঁর নিজ বাড়ির পানির লাইনে সমস্যা হওয়ায় ছাদে গিয়েছিলেন। তখনই বজ্রপাতের ঘটনা ঘটে। তাঁর স্ত্রী ছাদে গিয়ে তাঁকে পড়ে থাকতে দেখে চিৎকার দিয়ে উঠেন। পরে লোকজন এসে তাঁকে উদ্ধার করে পুঁঠিয়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
বাঁশবাড়িয়া কলেজের অধ্যক্ষ সাবিহা সুলতানা বলেন, তাঁর এই অকাল মৃত্যুতে কলেজের সকল সহকর্মী ও শিক্ষার্থীরা শোকাহত।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন