বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সিরিয়ার প্রেসিডেন্টের ইরান সফর

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৯ মে, ২০২২, ৪:৫৭ পিএম

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ গতকাল (রোববার) ইরান সফর করেছেন। তিনি ইরানের সর্বোচ্চ নেতা খামেনেয়ি ও প্রেসিডেন্ট ইবরাহিম রাইসির সঙ্গে বৈঠক করেছেন।

খামেনেয়ি বৈঠকে বলেছেন, তিনি আশা করেন সিরিয়া যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন প্রক্রিয়ায় সাফল্য অর্জন করবে। দু’দেশের সম্পর্ক জোরদার করার আহবান জানিয়েছেন তিনি।

বৈঠকে রাইসি বলেন, সিরিয়ার অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি সবার সম্মান করা উচিত। বিদেশি দখলদারিত্ব থেকে সিরিয়ার ভূমি মুক্ত করা প্রয়োজন।

সিরিয়াকে সমর্থনের জন্য ইরানের জনগণ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাশার। তিনি বলেন, সিরিয়া নিরাপত্তা, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ইরানের সঙ্গে সহযোগিতা করতে ইচ্ছুক। সূত্র: আল-জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন