কুষ্টিয়ার দৌলতপুরে ঋণের দায় থেকে মুক্তি পেতে হামিদুর সর্দার (৫০) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার সকাল ৯টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের চামনাই গ্রামের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানায়, চামনাই গ্রামের আমির সর্দারের ছেলে ক্ষুদ্র পান-বিড়ি ব্যবসায়ী হামিদুর সর্দার ঋণগ্রস্থ ছিল। ঋণের কারনে সে সর্বদা মানষিক দুশ্চিন্তায় থাকতো। ঋণের দায় থেকে মুক্তি পেতে মঙ্গলবার গভীর রাতে হামিদুর সর্দার নিজ বাড়ির পাশে একটি বাগানের গাছে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। গতকাল সকালে এলাকাবাসী তার মরদেহ গাছে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে হামিদুর সর্দারের মরদেহ উদ্ধার করে। তবে পরিবারের লোকজন ও এলাকাবাসী দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার দাফন সম্পন্ন হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন