সাতকানিয়ায় হাইভোল্টেজ তারের সঙ্গে স্পৃষ্ট হয়ে দগ্ধ রিম্পি নামে ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরআগে সোমবার বিকেলে পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে পাশের একটি নির্মাণাধীন ভবনের ছাদে উঠে হাইভোল্টেজের তার স্পর্শ করলে বৈদ্যুতিক শর্ট সার্কিটে দগ্ধ হয় রিম্পি। গুরুতর আহতবস্থায় তাকে সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করানো হয়।রিম্পি সাতকানিয়া উপজেলার মরফলা বাজার এলাকার আবুল কায়েসের মেয়ে।
রিম্পির চাচা মো. এরশাদ জানান, রিস্পি পাশেই নির্মাণাধীন বাড়ির ছাদে উঠলে খেলার ছলে ওখানের একটি পিলারে ভুলবশত হাত দেয়। তখন বিদ্যুৎস্পৃষ্টে পুরো শরীর ঝলসে যায়। পরে জানতে পেরেছি ওখানে হাইভোল্টেজের তার লাগানো ছিল।
পাঁচলাইশ থানার ওসি তদন্ত সাদেকুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ওই শিশু বার্ন ইউনিটে ভর্তি ছিলেন। বুধবার বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন