রাজশাহীর চারঘাট-বাঘা মহাসড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয় গ্রামবাসীসহ স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। বিক্ষোভের কারনে দীর্ঘক্ষণ বন্ধ হয়ে যায় চারঘাট-বাঘা মহাসড়কে চলাচলকারী যানবাহন। এতে চরম যানজট সৃষ্টি হয়। শনিবার সকাল থেকে দুইঘন্টা ব্যাপি রাস্তা বন্ধ রেখে বিক্ষোভ করেন তারা।
জানা যায়, রাজশাহীর চারঘাট উপজেলার মোক্তারপুর ট্রাফিক মোড় থেকে ইউসুফপুর, টাঙ্গন হয়ে রাজশাহী শহরে যাবার রাস্তাটি দীর্ঘদিন ধরে খানা-খন্দকে ভরা। ভারী যানবাহন চলাচল ও দীর্ঘদিন রাস্তাটির সংস্কার না হওয়ায় মানুষের চলাচলের জন্য একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতে রাস্তাটি দিয়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা যাতায়াতে চরম ঝুকির সম্মুখিন হতে হয়। বিভিন্ন স্থানে রাস্তাটি দেবে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। ফলে ভাঙ্গাচোরা রাস্তাটি দিয়ে চলতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এর পরেও কোন প্রদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট র্কর্তৃপক্ষ।
স্থানীয়রা জানান, রাস্তাটির এমন করুন পরিণতির বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরসহ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একাধিকবার জানানোর পরেও তারা যেন উদাসিন। এজন্যই তারা বাধ্য হয়ে স্থানীয় এলাকাবাসী রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে। তাদের প্রানের দাবি রাস্তাটি সংস্কারের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ ছাড়া তারা বিক্ষোভ কর্মসুচী অব্যাহত রাখবেন।
মোক্তারপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন, রাস্তাটির পাশে আমার বিদ্যালয়টি। এ বিদ্যালয় আসতে হলে একমাত্র রাস্তাটি ছাড়া বিকল্প কোন রাস্তা নেই। দীর্ঘদিন ধরে রাস্তাটি দিয়ে বালুবাহি ভারী যানবাহন চলাচল করতে গিয়ে এই রাস্তাটির এমন করুন পরিণতি হয়েছে। তা ছাড়া রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি। ফলে একটু বৃষ্টি হলেই শিক্ষার্থীরা বিদ্যলয়ে আসতে পারে না। কাদা মাটি মধ্য দিয়েই তাদের বিদালয়ে আসতে হয়। এ বেহাল দশা থেকে পরিত্রাণ চাই।
বিষয়টি সম্পর্কে উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম বলেন, গত কয়েক মাস পুর্বে রাস্তাটি সংস্কার করা হয়েছিল। কিন্তু অধিক বালু ভর্তি ট্রাক চলাচলের কারনে ভেঙ্গে গেছে। তবে রাস্তাটি যাতে ভারী যানবাহন চলাচল করলেও কোন ক্ষতি না হয় সেজন্য উচ্চ পর্যায়ে বিষয়টি জানানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা বলেন, আমরা উপজেলা সমন্বয় সভায় রাস্তাটির বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য আলোচনা হয়েছে। টেকসই করতে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহন করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন