শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সিংড়ায় আলেয়ার জীবনের আলো নিভে গেলো!

সিংড়া(নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ মে, ২০২২, ১২:০৬ পিএম

নাটোরের সিংড়ায় মোছাঃ আলেয়া খাতুন ওরফে আলো নামের এক কলেজ ছাত্রীর জীবনের আলো চিরদিনের জন্য নিভে গেছে। মঙ্গলবার রাতে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। নিহত আলেয়া খাতুর ওরফে আলো উপজেলার বামিহাল গ্রামের আইয়ুব আলীর মেয়ে এবং বামিহাল রহমত ইকবাল অনার্স কলেজের ছাত্রী ছিল। বুধবার (২৫মে) পুলিশ আলেয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। গত ২০দিনে আগে আলেয়ার বিয়ে হয়েছিল। স্বামীর বাড়ি থেকে পিতার বাড়িতে এসে মঙ্গলবার রাতে আত্বহত্যা করে। তবে আত্বহত্যার কারণ জানা যায়নি।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, আত্বহত্যার কারণ প্রাথমিক ভাবে জানা যায়নি। ময়নাতন্তের রির্পোট পাওয়ার পর বিষয়টি পরিস্কার ভাবে জানা যাবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন