মহিলাদল নেত্রী সুরাইয়া জেরিন রনি কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তিকে কেন্দ্র করে রোববার সৃষ্ট সংঘর্ষে গাবতলি উপজেলা রণক্ষেত্রে পরিণত হয়েছে। সৃষ্ট সংঘর্ষ ও পুলিশের রাবার
বুলেটে আহত হয়েছে ২২ জন।
প্রত্যক্ষদর্শী সুত্র জানিয়েছে, সম্প্রতি মহিলাদল
নেত্রী সুরাইয়া জেরিন রনির কটুক্তি সম্বলিত একটি ভিডিও ভাইরাল হলে জেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতা কর্মি সমর্থকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
এর প্রতিবাদে শনিবার বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় বিক্ষুব্ধ নেতা কর্মিরা সুরাইয়া জেরিন রনির একটি কুশপুত্তলিকা দাহ করে।
জেলা আওয়ামী লীগের নেতা সুলতান মাহমুদ খান গাবতলি থানায় একটি জিডি করে। অপরদিকে গাবতলি উপজেলা আওয়ামী লীগও সেখানে মহিলা দল নেত্রী রনিকে অবাঞ্ছিত ঘোষণা করে।
রোববার বেলা ১১ টায় গাবতলি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিনের নেতৃত্বে
বিপুল সংখ্যক নেতা কর্মি জড়ো হয়ে মিছিল বের করে। কিছুক্ষণের মধ্যেই আগুন দেওয়া হয় বিএনপি অফিসে।
এসময় পুলিশ নিরব থাকে। এরপর মিছিল থেকে একদল লাঠিসোটা ধারী লোক গাবতলি পুর্ব পাড়ায় অবস্থিত সুরাইয়া জেরিন রনির বাড়িতে হামলা চালায়। তবে এই ঘটনায় রনির
পরিবারের সদস্য ও গ্রামবাসীরা পাল্টা আক্রমন
করে হামলাকারীদের হটিয়ে দেয়।
হামলার খবর পেয়ে বিএনপি কর্মিরাও সংঘবদ্ধ
হয়ে শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে আওয়ামী লীগের কর্মিদের ওপর ইটপাটকেল ছুঁড়তে থাকে। শহর পরিণত হয় রণক্ষেত্রে।
বিক্ষিপ্ত সংঘর্ষে বিএনপির ১৭ জন এবং
আওয়ামী লীগের ৫ জন সহ মোট ২২ জন আহত হয়।
অবস্থা বেগদিক দেখে বেলা ১ টার দিকে পুলিশ
রাস্তায় নেমে কয়েক রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হামলার আশংকায় মহিলা দল নেত্রী রনি এবং
উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টনের বাসভবন সহ মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।
গাবতলি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন
জানান, সংঘর্ষ চলাকালে আওয়ামী লীগের হামলা পুলিশের রাবার বুলেটে আহত হয়েছে, যুবদল নেতা হারুনুর রশীদ, রাগিবুল হাসান হিরু,ছাত্রদল নেতা এম আর হাসান পলাশ, গোলাম মুক্তাদির, রাশেদ
সহ মোট ১৭ জন আহত হয়ে মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
অপরদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে জানান হয়, আবু হানজালা সহ ৫ জন আহত হয়েছে। আহতরা সবাই বিএনপি কর্মিদের ছোঁড়া পাথরে আহত হয়েছে।
একই ঘটনার প্রতিবাদে রোববার বিকেলে বগুড়া সদর আওয়ামী লীগের উদ্যোগে বগুড়া শহরে বিক্ষোভ ও সমাবেশ করা হয়েছে।
গাবতলি সদরের ওসি জানিয়েছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন