স্বাধীনতার পর সবচেয়ে বড় আর্থিক সঙ্কটের মুখোমুখি শ্রীলঙ্কা। এ পরিস্থিতিতে শ্রীলঙ্কাকে ৭০ কোটি মার্কিন ডলার অর্থসাহায্য দিতে চলেছে বিশ্ব ব্যাংক। শ্রীলঙ্কার সংবাদপত্র ‘কলম্বো গেজেট’ এক প্রতিবেদনে জানিয়েছে, গত সপ্তাহে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী জয় এল পেইরিসের সাথে দেখা করেন বিশ্ব ব্যাংকের কানট্রি ম্যানেজার চিও কান্দা। বৈঠকে কান্দা জানান, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক ও রাষ্ট্রসংঘের সাথে মিলিতভাবে শ্রীলঙ্কার পাশে দাঁড়াবে বিশ্ব ব্যাংক। শ্রীলঙ্কাকে ৭০ কোটি মার্কিন ডলার দেয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। এদিকে, মাহিন্দা রাজাপাক্সে প্রধানমন্ত্রীর আসন ছাড়লেও শ্রীলঙ্কায় বিক্ষোভ থামছে না। বিশেষ করে রাজপথে নেমে প্রতিবাদ দেখাচ্ছে তরুণ প্রজন্ম। রাজাপাক্সে পরিবারের প্রতি ক্ষোভের সেই আঁচ পোহাতে হচ্ছে শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহেকে। তাই পরিস্থিতি কিছুটা সামাল দিতে এবার যুবপ্রজন্মকে শাসন ব্যবস্থার অংশ হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। দেশের প্রেসিডেন্টের ক্ষমতা খর্ব করে সংসদের ক্ষমতা বৃদ্ধি করার প্রস্তাবটি তুলে ধরেন রনিল। জাতির উদ্দেশে বার্তায় তিনি জানান, আইনপ্রণেতা, বিশেষজ্ঞ ও যুবপ্রজন্মের প্রতিনিধিদের নিয়ে সংসদীয় কমিটি গড়া হবে। বিক্রমসিংহের কথায়, আজ তরুণ প্রজন্ম পরিবর্তনের ডাক দিচ্ছে। বর্তমান পরিকাঠামো বদলে ফেলতে চাইছে তারা। বর্তমান পরিস্থিতি কী সেটা জানতে চাইছে তারা। তাই সরকারের ১৫টি কমিটির প্রতিটিতে চারজন করে যুবপ্রজন্মের প্রতিনিধি থাকুক এটা আমি চাই। কলম্বো গেজেট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন