শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

দেশে ফিরেছে হকি দল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৪ জুন, ২০২২, ১২:০০ এএম


 এশিয়ান কাপ বাছাই ও হিরো এশিয়া কাপ টুর্নামেন্টের খেলা শেষে দেশে ফিরে এসেছে জাতীয় হকি দল। বৃহস্পতিবার রাতে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছেন রাসেল মাহমুদ জিমিরা। বিমান বন্দরে দলকে অভ্যার্থনা জানান বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ। ব্যাংককে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ সেমিফাইনালে উঠেই এশিয়ান গেমসের টিকিট নিশ্চিত করেছিল। পরে ফাইনালে উঠে লাল-সবুজরা হেরে যায় ওমানের কাছে। সেখান থেকে সরাসরি ইন্দোনেশিয়ার জাকার্তায় গিয়ে এশিয়া কাপে অংশ নেয় লাল-সবুজরা। এশিয়া কাপে বাংলাদেশের প্রথম লক্ষ্য ছিল গতবারের ষষ্ঠস্থান নিশ্চিত করা এবং পঞ্চমস্থানের জন্য লড়াই করা। পঞ্চমস্থান নির্ধারণী ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তান হওয়ায় বড় হারে ষষ্ঠস্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশ দলকে। এই টুর্নামেন্টে খেলার পর প্রথমবারের মতো বিশ্ব র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ জায়গা ২৭তম স্থানে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন