শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চট্টগ্রাম কাস্টমসে সিএন্ডএফ এজেন্টদের কর্মবিরতি চলছে

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৭ জুন, ২০২২, ১২:৪৭ পিএম

চট্টগ্রাম কাস্টম হাউসে সিঅ্যান্ডএফ এজেন্টদের পূর্ণ দিবস কর্মবিরতি চলছে।
জাতীয় রাজস্ব বোর্ড মৌলিক অধিকার পরিপন্থী কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা-২০২০ এবং পণ্য চালান শুল্কায়নে এইচএস কোড (পণ্যের পরিচিতি নম্বর) এবং সিপিসি নির্ধারণে প্রণীত আইন বাতিলের দাবিতে ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বানে মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতি শুরু হয়েছে। এতে দেশের সিংহভাগ রাজস্ব আহরণকারী এ প্রতিষ্ঠানে শুল্কায়ন কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বলেন, সারা দেশের সব শুল্ক ভবন ও স্টেশনে আজ পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবো আমরা। এরই অংশ হিসেবে চট্টগ্রাম কাস্টম হাউসের প্রধান ফটকে অবস্থান নিয়েছি। আমরা বিল এন্ট্রি দাখিল, শুল্কায়ন, ব্যাংক ড্রাফট, পে অর্ডার জমাসহ কোনো কাজই করবো না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন