শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

বিহারে চলন্ত বাসে তরুণীকে ধর্ষণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জুন, ২০২২, ১২:০২ এএম

পূর্ব ভারতের বিহার রাজ্যে চলন্ত বাসে ১৭ বছর বয়সী এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রাজ্য পুলিশের একটি সূত্রের বরাত দিয়ে বুধবার গণমাধ্যমে এ খবর দেওয়া হয়। খবরে বলা হয়, বিহারের গত মঙ্গলবারের ওই ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিহারের চম্পারন জেলার বেত্তিয়াহ সদরের সাবডিভিশনাল পুলিশ অফিসার মুকুল পান্ডে জানান, জেলার পূর্বাঞ্চলের মোতিহারি এলাকার একটি বাসস্ট্যান্ডে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে ছিল ওই তরুণী। তার গন্তব্য ছিল জেলার পশ্চিমাঞ্চলের বেত্তিয়াহ। বাসের চালক সেখানে নিয়ে যাওয়ার কথা বলে তাকে বাসে ওঠায়। পুলিশ কর্মকর্তা আরো জানান, বাসে ওঠার পর ওই তরুণীকে অ্যালকোহল মেশানো পানীয় খাওয়ানো হয়। এতে অজ্ঞান হয়ে পড়ে সে। এরপর তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। ঘটনার শিকার তরুণী পুলিশকে জানায়, জ্ঞান ফিরে এলে সে নিজেকে বাসের মধ্যে তালাবদ্ধ অবস্থায় দেখতে পায়। অভিযুক্ত ব্যক্তিরা তাকে আটকে রেখে পালিয়ে গিয়েছিল। বাসের পাশ দিয়ে যাওয়া লোকজন তার সাহায্যের আকুতি শুনে দরজা খুলে দেয়। আটক ব্যক্তিদের মধ্যে বাসের চালক ও তার সহযোগীরা রয়েছে। বেত্তিয়াহর সরকারি হাসপাতালে ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। জি নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন