ফেনী থেকে অ্যাম্বুলেন্সে করে ভারতীয় ফেন্সিডিলের চালান চট্টগ্রামে নেওয়ার পথে তিন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব। সীতাকুÐ উপজেলার সলিমপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। ওই তিন জন হলেন- মহিউদ্দিন হোসেন (৩৩), মো. কামরুল হোসেন (২৫) ও কামাল হোসেন (৩২)। তাদের কাছ থেকে ৫৮৯ বোতল ফেন্সিডিল জব্দ করার কথা জানান র্যাব-৭ চট্টগ্রামের কর্মকর্তারা। গ্রেফতার তিনজন কুমিল্লা, ফেনীসহ বিভিন্ন জেলার সীমান্ত অঞ্চল থেকে ফেন্সিডিল সংগ্রহ করে এবং চট্টগ্রামের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। ফেন্সিডিলের চালান যাচ্ছে খবর পেয়ে র্যাবের একটি দল সেখানে চেকপোস্ট বসায়। পরে ওই অ্যাম্বুলেন্স থামিয়ে রোগীর বেডের জায়গায় কাপড় দিয়ে ঢেকে রাখা ৫৮৯টি বোতল পাওয়া যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন