শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

৭০ বছরের বৃদ্ধাকে পিষে মারল হাতি, শেষকৃত্যের সময় লাশের ওপর ফের হামলা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুন, ২০২২, ২:৩১ পিএম

৭০ বছরের এক বৃদ্ধাকে পিষে মারল একটি হাতি। তারপরের ঘটনা আরও চমকে দেওয়ার মতো। ওই বৃদ্ধার শেষকৃত্যের সময়ও হামলা চালায় সেই হাতি। শুধু তাই নয়, চিতা থেকে বৃদ্ধার দেহ তুলে নিয়ে ছুড়ে ফেলে দেয়। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ভারতের ওড়িশার ময়ূরভঞ্জ জেলার রাইপাল গ্রামে।
পুলিশ সূত্রে খবর, মৃতার নাম মায়া মুর্মু। বৃহস্পতিবার টিউবওয়েলে পারি ভরতে গিয়েছিলেন তিনি। ওই সময় একটি হাতি তার ওপর হামলা চালায়। মায়াকে তুলে আছড়ে ফেলে পা দিয়ে পিষে দেয়। মায়াকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
এরপর সন্ধ্যার দিকে মায়ার দেহ শেষকৃত্যের জন্য নিয়ে যায় তার পরিবার ও গ্রামের লোকেরা। চিতা জ্বালানোর প্রস্তুতি নিতেই আশ্চর্যজনকভাবে সেখানেও হাজির হয় সেই হাতিটি।
সেটিকে দেখামাত্রই গ্রামবাসীরা বৃদ্ধার দেহ ছেড়ে দূরে সরে যান। এরপরই হাতি চিতা থেকে বৃদ্ধার দেহ তুলে নেয়। তারপর সেই দেহ দূরে ছুড়ে ফেলে। আবারও বৃদ্ধার দেহ পা দিয়ে পিষে দেয়। তারপর সেখান থেকে চলে যায়। হাতি চলে যাওয়ার পর গ্রামবাসীরা বৃদ্ধার শেষকৃত্য সম্পন্ন করেন। সূত্র : আনন্দবাজার

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন