শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আষাঢ়ের শেষ বিকেলে খুলনায় স্বস্তির বৃষ্টি

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২২, ৫:৪১ পিএম


আষাঢ়ের প্রথম দিন। বৃষ্টি তো হবেই। যুগ যুগ ধরে গ্রাম বাংলায় চলে আসা এমন কথাটি আবারও সঠিক প্রমান হলো। তবে এ জন্য খুলনাবাসীকে অপেক্ষা করতে হয়েছে বিকেল ৫ টা পর্যন্ত। ক’ দিন ধরেই ভ্যাপসা গরম থেকে নিষ্কৃতি চাইছিলেন মানুষ। আকাশে মেঘের আনাগোনা থাকলেও তা বৃষ্টি ঝরাচ্ছিল না। তাপমাত্রার পারদ উঠানামা করছিল ৩৩ থেকে ৩৮ ডিগ্রির ঘরে।

মানুষের যখন তীব্র গরমে হাঁস-ফাঁস অবস্থা, ঠিক তখনই আকাশ ভেঙ্গে মুষল ধারায় বৃষ্টি নামে। বৃষ্টিতে ভিজতে শিশু কিশোরেরা পথে নেমে পড়ে। ঘন্টা খানেকের বৃষ্টিতে পুরো খুলনায় স্বস্তির শীতল হাওয়া বইতে থাকে। বিচ্ছিন্নভাবে বৃষ্টির সাথে বজ্রপাতও হয়েছে। তবে কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এদিকে, বরাবরের মত আজও বৃষ্টিতে খুলনার প্রধান প্রধান সড়কগুলোতে পানিবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে যান ও পথচারী চলাচলে ভোগন্তির সৃষ্টি হয়েছে।

খুলনা আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া কর্মকর্তা আমিরুল আজাদ জানান, ঋতুচক্রে বর্ষাকাল এসে গেছে। তাই এখন বৃষ্টি হবে। এ সময় স্বাভাবিকভাবেই বজ্রপাতের আশংকা রয়েছে। তাই সবাইকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন