আসছে মহান একুশে ফেব্রুয়ারি এবং ভালোবাসা দিবস উপলক্ষে ৩১% ডিসকাউন্টে ডায়মন্ডের জুয়েলারি কেনার সুযোগ করে দিচ্ছে দেশের সবেচেয় বড় জুয়েলারি হাউজ ‘আপন জুয়েলার্স’। এখানে আকর্ষণীয় ডিজাইনের ডায়মন্ড জুয়েলারির মধ্যে নেকলেস সেট, ফিঙ্গার রিং, চুড়ি, ব্যাঙ্গল, লকেট সেট, ইয়ার রিং, নোজ পিন, প্লাটিনাম রিং, লকেট কম মূল্যে পাওয়া যাবে। এই সুযোগ আপনার জুয়েলার্সের সকল শাখায় ১ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আপন জুয়েলার্স শাখাগুলো হচ্ছে : ৩১/৩১-বি বায়তুল মোকাররম (দ্বিতীয় তলা), পুরানা পল্টন, ঢাকা-১০০০; বি-২, ৩ মৌচাক মার্কেট; ৪৭, বায়তুল মোকাররম; বি-১ ডিসিসি মার্কেট, গুলশান; ২, ৩, ৪ সীমান্ত স্কয়ার, ধামমন্ডি; ৬৫, গুলশান এভিনিউ, গুলশান এবং ৪/এ, এনআর কমপ্লেক্স, উত্তরা। বিস্তারিত যোগাযোগ : ০২-৯৫৫২৯০৪, ৯৩৩৩৬৯৮, ০১৯৪২৯৪৮৩৮৭।
মন্তব্য করুন