চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞাকে বিশ্ব অর্থনীতির জন্য ‘অস্ত্রীকরণ’ হিসেবে বর্ণনা করেছেন। নিষেধাজ্ঞার কারণে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যের আহবান জানিয়েছেন এই নেতা। বুধবার সন্ধ্যায় উদীয়মান অর্থনীতির নেতাদের সঙ্গে একটি ভার্চুয়াল সম্মেলনে চীনা প্রেসিডেন্ট এসব কথা বলেন। শি জিনপিং ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার ব্রিকস অর্থনৈতিক বøকের নেতাদের সঙ্গে বৃহস্পতিবার ভার্চুয়াল শীর্ষ সম্মেলনের আগে একটি ব্যবসায়িক ফোরামে এই বক্তব্য দেন। তিনি বলেন, অতীতের ট্র্যাজেডিগুলো আমাদের বলে যে আধিপত্য, গোষ্ঠীর রাজনীতি এবং বøকের সংঘর্ষ কোনো শান্তি বা নিরাপত্তা আনে না, তারা কেবল যুদ্ধ এবং সংঘাতের দিকে নিয়ে যায়। জিনপিং জানান, দুদিন পর চীন বিশ্বব্যাপী উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য ‘বৈশ্বিক উন্নয়নে উচ-স্তরের সংলাপ’ আয়োজন করবে। ‘আমাদের অবশ্যই জনগণের হৃদয়ের দাবি ও বৈশ্বিক স্বার্থ মেনে চলতে হবে; যাতে বৈশ্বিক উন্নয়নকে নতুন যুগে এগিয়ে নেওয়া যায় এবং সব দেশের জনকল্যাণ সৃষ্টি করা যায়।’ শি জিনপিং বলেন, বিভিন্ন ধরনের অবরোধ ও নিষেধাজ্ঞা বৈশ্বিক অর্থনীতির জন্য দুর্দশা ডেকে এনেছে। এসব নিষেধাজ্ঞা হলো দোধারি করাতের মতো, যা আত্মঘাতী। আন্তর্জাতিক স¤প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে যে বৈশ্বিক অর্থনীতি হয়তো পরস্পর বিচ্ছিন্ন কয়েকটি জোনে বিভক্ত হয়ে পড়বে। এ প্রক্রিয়া ঠেকাতে বিশ্বকে একসঙ্গে দাঁড়াতে হবে। যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে তিনি বলেন, সামরিক সম্পর্ক ও জোট বৃদ্ধির প্রবণতা ভালো কিছু নয়। ইউক্রেন সঙ্কট বিষয়টি স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে। এখন সচেতন হবার সময়। সামরিক জোট স¤প্রসারণ এবং অন্যের নিরাপত্তা বিপন্ন করে নিজের নিরাপত্তা নিশ্চিতের কথা বলা ঠিক নয়। সিএনএন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন