শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের ৩ ঘন্টা পর কিশোরের লাশ মিলল পুকুরে

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২২, ১১:২৪ এএম

কোম্পানীগঞ্জে নিখোঁজের ৩ঘন্টা পর পুকুর থেকে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত মো. মিরাজ (১৪) উপজেলার চরহাজারী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের আমিন মাঝি বাড়ির জাহিদ মিলনের ছেলে এবং স্থানীয় হাজারী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চরহাজারী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের হাজী আনোয়ারের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মিরাজের স্বাভাবিক ভাবে বুদ্ধিমত্তা কম এবং মৃগি রোগী ছিল। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বাড়ি থেকে মাগরিবের নামাজ পড়তে গিয়ে মিরাজ নিখোঁজ হন। সন্ধ্যার পর সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। পরে রাত ৯টার দিকে মসজিদ সংলগ্ন পুকুর থেকে স্থানীয় লোকজন তার মরদেহ উদ্ধার করে।

কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) রাসেদুল ইসলাম জানান,এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করে নি। খোঁজ খবর নিয়ে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন