শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

কটিয়াদীতে শিক্ষক হত্যা ও নিপীড়নের প্রতিবাদ

কটিয়াদী (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

ঢাকার আশুলিয়ায় ছাত্রের নির্মম প্রহারে শিক্ষকের মৃত্যুসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষকদের উপর নির্যাতনের প্রতিবাদে কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি কলেজের উদ্যোগে এক প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গত রোববার বিকালে কলেজ গেট সংলগ্ন রাস্তায় ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল ইসলাম, সহকারী অধ্যাপক ছিদ্দিকুর রহমান, হারুন অর রশিদ, আশরাফুজ্জামান মুকুল, আব্দুল্øাহ আল মামুন প্রমুখ। মানববন্ধনে কটিয়াদী সরকারি কলেজের শিক্ষক, ডা. আবদুল মান্নান মহিলা কলেজের শিক্ষক ও কটিয়াদী সরকারি স্কুলের শিক্ষকগণ অংশগ্রহণ করেন। বক্তগণ হত্যা ও নির্যাতনকারীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন