শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নিরাপত্তার প্রশ্নে গগনযান মিশন এই বছর বা পরের বছরও হবে না : ইসরু প্রধান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২২, ১:২৫ পিএম

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) চেয়ারম্যান এস সোমানাথ বলেছেন, উচ্চাকাঙ্ক্ষী গগনযান মিশন অভিযান, দেশের প্রথম মনুষ্যবাহী মহাকাশ ফ্লাইট এই বছর বা পরের বছর হবে না। কারণ, সংস্থাটি সমস্ত সুরক্ষা ব্যবস্থা আগে নিশ্চিত করতে চায়। -ইকোনোমিক টাইমস

সোমানাথ মহাকাশ বন্দরে ইসরোর তিনটি বিদেশী উপগ্রহের সফল উৎক্ষেপণের পরে এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন। এটিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশন উল্লেখ করে ইসরো প্রধান বলেন, মানুষকে মহাকাশে পাঠানোর সময় সুরক্ষার দিকে অনেক মনোযোগ দিতে হবে। তিনি বলেন, নিরাপত্তার বিষয়ে পরীক্ষা করা হচ্ছে। আমরা এটি আরও কয়েকবার পরীক্ষা করছি, আমরা এটি খুব সতর্কতার সাথে করতে চাই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন