শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু আজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২২, ১২:০০ এএম

ঈদের ছুটি শেষে ঘরমুখো মানুষের কর্মক্ষেত্রে ফিরতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার থেকে। ঈদ পরবর্তী ৫ দিনের অগ্রিম টিকিট দেওয়া হবে আগামী সোমবার পর্যন্ত।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৮টা থেকে একযোগ ওয়েবসাইট, রেল সেবা অ্যাপ এবং কাউন্টার থেকে টিকিট প্রত্যাশীরা টিকিট সংগ্রহ করতে পারবেন। কাউন্টারে টিকিট বিক্রির শেষ সময় বিকেল ৪টা।

রেলওয়ের তথ্য মতে, ঈদের পর ১১ জুলাইয়ের টিকিটি ৭ জুলাই, ১২ জুলাইয়ের টিকিট ৮ জুলাই, ১৩ জুলাইয়ের টিকিটি ৯ জুলাই এবং ১৪ ও ১৫ জুলাইয়ের টিকিটি ১১ জুলাই বিক্রি করা হবে।

উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে গত ১ থেকে ৫ জুলাই পর্যন্ত অগ্রিম টিকিট (যাওয়া) বিক্রি করে রেলওয়ে। ২৪ ঘন্টা থেকে ৩৬ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকেই টিকেট পাননি। ##

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
MD shoael ১২ জুলাই, ২০২২, ১২:০৮ পিএম says : 0
MD shoael
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন