শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ইজিবাইকের স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত

হবিগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০২২, ৩:৫৯ পিএম

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা বাজারে ইজিবাইকের (টমটম) স্ট্যান্ড দখল নিয়ে ইজিবাইক মালিক সমিতি ও খান বাহাদুর ওয়াকফ স্ট্যাট এর লোকজনের সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের আজমিরীগঞ্জ ও হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা বাজারের নিকট খান বাহাদুর ওয়াকফ স্ট্যাটের জায়গায় স্ট্যান্ড করতে চায় ইজিবাইক মালিক সমিতি সভাপতি হাসমত মিয়া ও সেক্রেটারি মোহাইমিন। এতে বাধা দেয় ওয়াকফ স্ট্যাটের পরিচালক লিটন মিয়া ও লুৎফুর রহমান চৌধুরী। এনিয়ে কয়েক মাস ধরে বিরোধ চলে আসছে। আজ দুপুর ১২ টার দিকে ইজিবাইক মালিক সমিতি সভাপতি হাসমত মিয়া ও সেক্রেটারি মোহাইমিন এর নেতৃত্বে ওই জায়গা দখল করতে গেলে ওয়াকফ স্ট্যাটের পরিচালক লিটন মিয়া ও লুৎফুর রহমান চৌধুরীর লোকজন বাধা দেয়। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ও স্থানীয় লোকজন দীর্ঘ চেষ্টার পর সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। প্রায় ২ ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৪০ জন আহত হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন