রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী জীবন

যুবনেতা আশরাফুলের ওপর সন্ত্রাসী হামলার বিচার করতে হবে

ঢাকা মহানগর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২২, ৮:৩৪ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারি মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ও ভারপ্রাপ্ত সেক্রেটারী ডা. শহিদুল ইসলাম খাগড়াছড়িতে ইসলামী যুব আন্দোলন জেলা সহ-সভাপতি ডাঃ মো. আশরাফুল ইসলামের ওপর সন্ত্রাসি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, যুবনেতা ডাঃ মো. আশরাফুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলা প্রমাণ করে আইন শৃঙ্খলার পরিস্থিতি কোন পর্যায়ে। তারা বলেন, প্রশাসনের কাজ হলো জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু প্রশাসন তা না করে বরাবরই ব্যর্থতার পরিচয় দিয়েছে। যার ফলস্বরূপ আজ আশরাফুল ইসলাম এর ওপর হামলার ঘটনা ঘটেছে, তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন, অন্যথায় প্রতিবাদের আগুন সারা দেশে ছড়িয়ে পড়বে। তারা বলেন, বর্তমান সরকারের কতিপয় সন্ত্রাসী ইসলামী যুব আন্দোলনকে আদর্শিকভাবে মোকাবেলা করতে না পেরে চোরাগুপ্তা হামলার পথ বেছে নিয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন