ময়মনসিংহের নান্দাইলের পল্লীতে পুলিশে র্কমরত (কনষ্টেবল) এক ব্যক্তির হাতে নির্যাতনের শিকার হয়েছেন প্রতিবন্ধি তানিয়া (৩০)। ঘটনাটি ঘটেছে নান্দাইল উপজেলার পাচরুখি গ্রামে। নান্দাইল মডেল থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা গেছে নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের পাচরুখি (মেধারপাড়) গ্রামের বাক প্রতিবন্ধি তানিয়ার দখলিয় পৈওিক ৪০ শতাংশ জমি শনিবার একই গ্রামের বাংলাদেশ পুলিশে কর্মরত কনষ্টেবল মৃত ছমেদের পুত্র সেলিম মিয়া ও তার ভাই বোরহান মিয়া সহ অজ্ঞাত ২/৩ জনকে নিয়ে দেশীয় অন্ত্রে সজ্জিত হয়ে তানিয়ার দখলিয় জমিতে জোর পূর্বক একটি টিনের চেলাঘর উঠিয়ে দখল করার সময় প্রতিবন্ধি তানিয়া বাধা প্রদান করলে তাকে পুলিশে কর্মরত কনষ্টেবল সেলিম ও তার ভাই বোরহান মিয়া লাঠি দিয়ে বেদম প্রহার করে শারিরিক নির্যাতন সহ শ্লীলতাহানী ঘটায়। এক পর্যায়ে সেলিম তানিয়ার গলায় ওড়না পেছিয়ে শ্বাসরুদ্ধ করে খুন করার চেষ্টা করে বলে থানায় দায়ের কৃত অভিযোগ থেকে জানা গেছে। এব্যাপারে পুলিশে কর্মরত সেলিম মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এই জমিটি আমি ক্রয় করেছি। এলাকাবাসিরা জানান পুলিশে কর্মরত কনষ্টেবল সেলিম মিয়া ছুটিতে বাড়িতে এসে পুলিশের দাপট দেখিয়ে এ ঘটনা ঘটায় । নির্যাতিত তানিয়া ও তার পরিবার এ ব্যাপারে উর্ধ্বতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন