ইসলামি বিশ্বের মানবিক ও ইসলামিক স্টাডিজের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ফারাবি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য চলচ্চিত্র আহ্বান করা হয়েছে। ফারাবি আন্তর্জাতিক পুরস্কারের ১৪তম আসরের জন্য এই চলচ্চিত্র আহ্বান করা হয়েছে।
‘ইরানলজি’, ‘ইসলামোলজি’ এবং ‘ধর্ম বিজ্ঞান’ এর উপর বিভিন্ন বিষয়ে নির্মিত চলচ্চিত্র পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কালচারাল অ্যান্ড সোশ্যাল স্টাডিজ ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় প্রতিবছর ফারাবি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
পুরস্কারের লক্ষ্য মানবিক ও ইসলামি অধ্যয়নের ক্ষেত্রে সেরা গবেষণাগুলি পরিচয় করিয়ে দেয়া এবং সেরা কর্মগুলোকে সম্মাননা জানানো।
সূত্র: মেহর নিউজ
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন