প্রাণী আমি ক্ষুদ্র বটে
ঝোপ জঙ্গলে বাস
ক্ষিদে পেলে রক্ত চুষি
থাপ্পড় খেলে নাশ।
জন্ম আমার জলাধারে
ক’দিন-ই বা বাঁচি
তবু আমার নামটা আগে
যেমন; মশা-মাছি।
ধনী গরিব সবার ঘরে
ঢুকি যে কৌশলে
কেউ মশারী টানাই দিলে
লুকাই খাটের তলে।
ঢোল পিটায়ে ওষুধ ছিটায়
কামান দাগায় ডরে
কেউবা আবার কয়েল জ্বেলে
ধোঁয়া ছড়ায় ঘরে।
আমার ভয়ে ছাগল-গরুর
গায়ে ছালার চট
কারেন্ট ব্যাটে মারতে আমায়
দেয় যে লোকে শট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন