বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সোনালি আসর

কৌতুকের ঝাঁপি

সংগ্রহে : রেদ্বওয়ান মাহমুদ | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

অফিসে যাওয়ার পূর্বক্ষণে স্বামী-স্ত্রীর কথোপকথন

স্বামী- ‘এই, শুনছো’?
স্ত্রী- হ্যাঁ, বলো!
স্বামী- বললাম না? আমার তাড়া আছে! আজ একটু আগে আগে অফিসে যেতে হবে!
স্ত্রী- হ্যাঁ, কেন? কি হয়েছে? আমি কি অস্বীকার করছি?
স্বামী- তাহলে এখনো ভাত রান্না হয়নি কেন?
স্ত্রী- আমি তো কখনো ভাত রান্না করিনি! ভাত কেমনে রাঁধতে হয় জানা নেই!
স্বামী- আরে আরে! কি ফালতু বকছো এসব?
স্ত্রী- না, আমি ঠিকই বলছি!
স্বামী- হায় হায়! কি কয়?
আচ্ছা চুলায় কি রান্না করছো?
স্ত্রী- চাল রান্না করছি। তুমি তো বলছো ভাত রান্নার কথা!

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন