বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনালি আসর

বিশ্ব বিপ্লবী ফিদেল ক্যাস্ট্রো

শিতল রায় | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রাজনীতিতে যিনি পৃথিবীকে কাঁপিয়ে দিলেন, যিনি কাউকেই ভয় করতেন না। নিজের দেশের স্বার্থে যাকে বলা হয়ে থাকে বিশ্ব বিপ্লবের এক নম্বর নেতা। নাম ফিদেল ক্যাস্ট্রো। কিউবার সাবেক প্রেসিডেন্ট। তিনি আজ আর বেঁচে নেই। পৃথিবীর এমন কোনো নেতা-নেত্রী ছিলেন না যারা কাস্ত্রোকে সম্মান করতেন না। জাতির জনক বঙ্গবন্ধু সম্পর্কে একবার তিনি অতি মূল্যবান কথা বলেছিলেনÑ ‘আমি হিমালয় দেখিনি, শেখ মুজিবকে দেখেছি।’ ক্যাস্ট্রোর অনেক বিখ্যাত কথা রয়েছে, যা খুবই গুরুত্বপূর্ণ। যেমন- ক. বন্দি করো, ইতিহাস আমাকে মুক্ত করবে। খ. সিগারেটের বাক্সের সবচেয়ে ভালো ব্যবহার হতে পারে, তোমার শত্রুর হাতে সেটি দিয়ে দেওয়া, ইত্যাদি। ক্যাস্ট্রো ছিলেন ছোটবেলা থেকেই রাজনীতিতে বিপ্লবী। দেশকে প্রচ- ভালো বাসতেন। শত্রুরা ৬৩৮ বার তাকে মেরে ফেলার চেষ্টা করে। মারা গেলেন ৯০ বছর বয়সে। দেশ পরিচালনা করেছেন ৪৯ বছর। জন্ম : ১৩ আগস্ট ১৯২৬। মৃত্যু : ২০১৬ (গত শুক্রবার)।
তোমরা বড় হলে এই মহানায়ক সম্পর্কে অনেক কিছুই জানতে পারবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন