চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লা উত্তর জেলা বিএনপির প্রতিনিধি সভা ও কাউন্সিল গতকাল রোববার বিকেলে জেলার চান্দিনাস্থ কুমিল্লা উত্তর জেলা বিএনপির কার্যালয়ে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। উত্তর জেলা সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি আবদুল আউয়াল মিন্টু। এ ছাড়া সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) আনোয়ারুল আজিম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোশতাক মিয়া, কেন্দ্রীয় নেতা মাহফুজুল ইসলাম।
সভায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির ১১টি ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। কাউন্সিল শেষে কুমিল্লা উত্তর জেলা বিএনপির কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি। এতে খোরশেদ আলমকে সভাপতি, মো. মনিরুল হককে সিনিয়র সহ-সভাপতি, আক্তারুজ্জামান সরকারকে সাধারণ সম্পাদক, ব্যরিস্টার রেজভিউল আহসান মুন্সীকে যুগ্ম-সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান আবুল হাসেমকে সাংগঠনিক সম্পাদক করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন