প্রথম আদিবাসী নারী হিসেবে ভারতের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন দ্রৌপদী মুর্মু। তাঁর জয়ের বিষয়টি প্রায় নিশ্চিত। এখন পর্যন্ত রাজ্যসভা এবং লোকসভার সর্বমোট ৭৭৮ জন সদস্যের মধ্যে ৫৪০ জন সদস্যের ভোট পেয়ে এগিয়ে রয়েছেন বিজেপির জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) প্রার্থী দ্রৌপদী। কংগ্রেস এবং সম্মিলিত বিরোধী জোটের প্রার্থী যশোবন্ত সিং পেয়েছেন ২০৪ ভোট।
এর আগে, গত ১৮ জুলাই ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের সদস্য এবং রাজ্যগুলোর বিধায়কেরা দেশটির রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন। আজ ছিল সেই ভোট গণনা। গণনায় প্রত্যাশা মতোই বিজেপির প্রার্থী দ্রৌপদী জয়ী হন। তবে আনুষ্ঠানিকভাবে এখনো ফল প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, ভারতের স্থানীয় সময় রাত ৮টার দিকে আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করা হতে পারে।
দ্রৌপদীর বিরুদ্ধে কংগ্রেসসহ ১৭টি বিরোধী দল প্রার্থী করেছিলেন সাবেক মন্ত্রী যশোবন্ত সিংকে। কিন্তু তিনি বিবেক অনুসারে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানালেও বিজেপি ও তাদের শরিক দলগুলোর পাশাপাশি অন্য একাধিক দলের সদস্যরা দ্রৌপদীকেই ভোট দেন। ২৫ জুলাই বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের জায়গায় শপথ নেবেন দ্রৌপদী।
৬ আগস্ট ভারতের উপরাষ্ট্রপতি পদে নির্বাচন। বিজেপি এই নির্বাচনে প্রার্থী করেছে পশ্চিমবঙ্গের সাবেক গভর্নর জগদীপ ধনকরকে। তাঁর বিপরীতে লড়বেন কংগ্রেসসহ অন্য বিরোধী দলগুলোর প্রার্থী মার্গারেট আলভা। তবে এই নির্বাচনেও দ্রৌপদীর মতোই ধনকরেরও জয় প্রায় নিশ্চিত। সূত্র : এনডিটিভি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন