শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নাইজেরিয়াকে আরও বেশি গ্যাস সরবরাহের অনুরোধ ইইউ’র

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২২, ৬:০৬ পিএম

ইউরোপীয় কমিশনের জ্বালানী ব্যুরোর উপপ্রধান গতকাল (শনিবার) জানান, রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাসের আমদানি হ্রাস পেয়েছে। ফলে সে সংকট মোকাবিলায় নাইজেরিয়াকে আরও বেশি গ্যাস সরবরাহের অনুরোধ করেছে কমিশন।

তিনি আরও জানান, ইউরোপের তরল প্রাকৃতিক গ্যাসের চাহিদার ১৪ শতাংশ নাইজেরিয়া থেকে আমদানি করা হচ্ছে। এ পরিমাণ আগামীতে দুইগুণ বেড়ে যাবে বলে অনুমান করা হচ্ছে।

পাশাপাশি, সম্প্রতি ইউরোপের একাধিক দেশের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ ঘন ঘন মধ্যপ্রাচ্য ও আফ্রিকা সফর করেছেন। তাতে তারা আরও বেশি জ্বালানী সরবরাহের বিকল্প খুঁজার চেষ্টা করছেন।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে ইইউ যুক্তরাষ্ট্রের অনুসরণে রাশিয়ার উপর একাধিক দফা অবরোধ আরোপ করেছে। তাতে তারা নিজেদের ক্ষয়ক্ষতি বয়ে আনছে। সূত্র: সিআরআই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন