বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে রাত আটটার পর দোকান, শপিংমল, বিপনী বিতান, কাঁচা-বাজার বন্ধ রাখার সরকারি নির্দেশনা বাস্তবায়নে খুলনা মহানগরীর বিভিন্ন প্রান্তে অভিযান পরিচালনা করছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা। গত দু’ দিনে ৩৫ জনকে অর্থদন্ড দেয়া হয়েছে। রাত ৮ টার পর বিপনীবিতান, ষ্টেশনারী দোকান, শো রুম ও হার্ডওয়ারের দোকানসহ ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় অর্থদন্ড প্রদান করা হয়। নগরীর ডাকবাংলো, ফেরীঘাট, শিববাড়িসহ বিভিন্ন এলাকায় অভিযান গুলো পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন, সৈয়দ রেফাঈ আবিদ, হামিদা মুস্তফা, মুহাম্মদ আল-আমিন, নূরী তাসমিন উর্মি, রূপায়ন দেব। এ সময় বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী ও সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন