ঘন ঘন লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে মহানগর বিএনপি। আজ শনিবার বিকাল ৩টা থেকে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী জানান, সমাবেশ সফল করতে প্রয়োজনীয় পদক্ষেপ সম্পন্ন করা হয়েছে। মহানগর বিএনপি, মহানগরীর অন্তর্গত সকল ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা যোগদান করবেন সমাবেশে ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন