শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

টানা ৭৪ দিন প্রেসক্লাবের ফুটপাতে আন্দোলনে মৎস্যর ৫১২ কর্মচারী, দেখার কেউ নেই

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২২, ১:২৯ পিএম

মৎস্য অধিদপ্তরের ইউনিয়ন পর্যায় প্রকল্পের ৫১২ জন কর্মচারী টানা ৭৪ দিন যাবত জাতীয় প্রেসক্লাবের সামনে ফুটপাতে অবস্থান চালিয়ে যাওয়ার পরেও মেলেনি কোন আশ্বাস
কর্মচারীরা বলেন দীর্ঘ ৭ বছর যাবত মৎস্য সেক্টরের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করে আসা এই দক্ষ জনবল ৩০ শে জুন বেকার হয়ে মানবেতর জীবন যাপন করে যাচ্ছে তাদের পরিবার নিয়ে এক ই সাথে স্থায়ীভাবে আত্তীকরণ করার জন্য দীর্ঘ ৭৪ দিন অবস্থান কর্মসূচী চালিয়ে যাওয়ায় প্রায় দুই তৃতীয়াংশ জনবল নানা রকম শারীরিক অসুস্থতায় ভুগছে রোদ, বৃষ্টি,তীব্র গরম উপেক্ষা করে রিজিকের প্রয়োজনে শান্তিপূর্ণ অবস্থান চালিয়ে যাওয়ার পরেও সামান্য সহানুভূতি ও দেয়ার প্রয়োজন বোধ করল না মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্তৃপক্ষ থেকে কর্মচারীগণ অত্যন্ত হতাশা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন এবং এক ই সাথে সংশ্লিষ্ট মন্ত্রী সচিব ডিজি ও পিডি স্যারদের কাছে হাত জোর করে মৎস্য সেক্টরের উন্নয়ন অব্যাহত রাখার স্বার্থে এই দক্ষ জনবলদের স্থায়ী করনের জন্য জোর অনুরোধ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন