শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বেতাগী শিক্ষা কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে শিক্ষকদের অবস্থান ধর্মঘট

প্রকাশের সময় : ৯ মে, ২০১৬, ১২:০০ এএম

বেতাগী (বরগুনা) উপজেলা সংবাদদাতা

বেতাগী উপজেলা শিক্ষা কর্মকর্তা আখতারুজ্জামান মিলন শিক্ষা অফিসকে দুর্নীতির আখড়ায় পরিণত করার কারণে অপসারণ ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল রোববার সকাল সকাল ৯টা থেকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কার্যালয়ের সম্মুখে অবস্থান ধর্মঘট পালন করছে শতাধিক শিক্ষকরা। গত ২৮ এপ্রিল মানববন্ধন কর্মসূচি পালনকালে শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষা অফিসারকে আলটিমেটাম দেয়ার পরেও হঠাৎ তার আগমনের খবরে এর আগে সকাল ৮টায় ক্ষুব্ধ শিক্ষকরা উপজেলা শিক্ষা অফিস কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। ফলে শিক্ষা অফিসের কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়। ধর্মঘট পালন কালে বক্তব্য রাখেন বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. জেসমিন আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সেলিম আহম্মেদ, সাধারণ সম্পাদক আব্দুল মন্নান, প্রধান শিক্ষক মোশারেফ হোসেন বিশ্বাস, রুহুল আমিন সোহেল, মো. জহিরুল ইসলাম নান্টু। এসময় শিক্ষক নের্তৃবৃন্দ শিক্ষা কর্মকর্তা আখতারুজ্জামান মিলনকে প্রত্যাহার করা না পর্যন্ত তাদের দাবি অব্যাহত রাখার কর্মসূচি ঘোষণা করে। এ কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুস সালাম সিদ্দিকি ও সাধারণ সম্পাদক মো. মহসীন খান। উল্লেখ্য উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে শিক্ষকদের বদলি, যোগদান, বকেয়া বিল প্রদান, জিপিএফ, উচ্চতর স্কেলে উন্নীত করন, উচ্চ শিক্ষায় অংশগ্রহণ, ডেপুটেশন প্রদান, সার্ভিস বই ফিক্স আপ, কন্টিজেন্সি, ক্রীড়া সংক্রান্ত বিল প্রদানে দুর্নীতি, ইউপি নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালনে ব্যাপক ঘুষ বাণিজ্য, শিক্ষিকাদের মুঠোফোন নম্বর সংগ্রহ করে ব্যক্তিগত বিষয় নানা প্রশ্ন করে তাদের উত্ত্যক্ত করন, গভীর রাতে ফোন করে দাম্পত্য জীবনে কলহের সৃষ্টি, অফিস কক্ষ ও জনসম্মুখে বসে অধিক মাত্রায় ধূমপান করে সরকারি আইন লঙ্ঘন করার অভিযোগ রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন