বিনোদন ডেস্ক : নাট্যনির্মাতা অনিমেষ আইচ ও অভিনেত্রী ভাবনার মধ্যে প্রণয় সম্পর্ক নিয়ে নাট্যাঙ্গনে এখন বেশ গুঞ্জণ চলছে। এমন কথাও শোনা যাচ্ছে, তারা কাটাবনস্থ একটি ফ্ল্যাটে একসঙ্গে বসবাস করছেন। ভাবনার পরিবার থেকে বিভিন্নভাবে নিরস্ত করার চেষ্টা করেও তাকে এ পথ থেকে ফেরানো যায়নি বলে ভাবনার পরিবারের সাথে ঘনিষ্টজনরা জানিয়েছেন। ভাবনার বাবা নিজেও একজন নির্মাতা। সম্প্রতি তিনি ‘রাত্রির যাত্রী’ নামে একটি সিনেমা নির্মাণ করেছেন। মেয়ের এমন কা--কীর্তি দেখে তিনি নিজেও লজ্জিত বলে ঘনিষ্টজনরা জানিয়েছেন। মেয়েকে বিভিন্নভাবে বুঝিয়েও তাকে ফেরাতে পারেননি। ভাবনা অনিমেষের প্রেমে এতটাই মজেছেন যে, পরিবারের কোনো বাধারই তোয়াক্কা করছেন না। উপরন্তু দিনের পর দিন অনিমেষের সাথে এক ফ্ল্যাটে বসবাস করছেন। ভাবনার সহকর্মীদের কেউ কেউ বলছেন, এভাবে বসবাস না করে তারা বিয়ে করে সামাজিকভাবে সংসার বাস করলেই তো পারে! এতে যেমন সামাজিক একটা মর্যাদা থাকত, তেমনি বিষয়টি শোভন মনে হতো। এভাবে বসবাস করে ভাবনা যেমন তার পরিবারের দুর্নাম করছেন, তেমনি মিডিয়ারও বদনাম করছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন